দুমকিতে ভাতিজার ধারালো দায়ের কোপে চাচা খুন


দুমকি প্রতিনিধি : দুমকিতে ভাতিজার ধারালো দায়ের কোপে চাচা সাবেক পুলিশ সদস্য আ. আজিজ সিকদার (৭০) খুন হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ খুনের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদি ফেরত ছেলে শহিদ শিকদার (৩০) ঘটনার দিন আকস্মিক উত্তেজিত হয়ে প্রতিবেশীর ঘরের দরজা, জানালা পিটিয়ে ছোটাছুটি করতে থাকে। এ সময় চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারের হাতে থাকা ধারাল দাও কেড়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে প্রতিবেশীরা গুরুতর আহত আজিজ শিকদারকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠায়। শেবাচিম হাসপাতালে নেয়ার পর বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।পরে প্রতিবেশী লোকজন ভাতিচা শহিদ সিকদারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
অভিযুক্ত শহিদ সিকদারের ভাই সবুজ সিকদার জানান, সৌদি ফেরত শহিদ সিকদার বেশ কয়েক দিন ধরে একাকিত্বে থেকে অসংলগ্ন আচরণ করছিল। কারো সাথে কোন পূর্ব বিরোধ না থাকলেও মানসিক ভারসাম্য হারিয়ে এমন হত্যাকান্ড ঘটিয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সহিদ সিকদারকে আটক করা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়