মমতাজকে ভদ্রভাষায় কথা বলারও পরামর্শ এমপি টুলুর


ঢাকা প্রতিনিধি : সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও তার সাবেক স্বামী মেয়র রমজান আলীকে একহাত নিলেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র এমপি জাহিদ আহম্মেদ টুলু। মমতাজকে ভদ্রভাষায় ও সম্মান দিয়ে কথা বলারও পরামর্শ দেন বর্তমান এমপি টুলু।
মমতাজকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা আপনার মতো ‘হাটে-ঘাটে রাস্তাঘাটে গাইয়া বেড়াই নাই! আর রাস্তা থেকেও উঠে আসিনি! ভুয়া ডক্টরেট ডিগ্রি আর কলকাতায় চিটারির মামলা খাইনি! আর তার সাবেক স্বামী মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলীকে ছাগলের তিন নম্বর বাচ্চা বলে অভিহিত করলেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র এমপি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু।
গত শনিবার সদর উপজেলার পুটাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানিকগঞ্জ-২ আসনের এমপি জাহিদ আহমেদ টুলুকে গণসম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি টুলু বলেন, আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড আছে ইনশাআল্লাহ! আমার বাবা ১৯৬৮ সালে নারায়ণগঞ্জে ব্যবসা করেছেন। আমরা রাস্তা থেকে উঠে আসিনি। আমাদের শিকড় অনেক গভীরে!
এমপি জাহিদ আহমেদ টুলু অভিযোগ করে বলেন, নির্বাচনের সময় আমাকে বাটপাড় বলা হয়েছে, চিটার বলা হয়েছে, আমাকে যা তা বলা হয়েছে। আমি কথা দিয়ে কথা রাখিনি এমন একটা প্রমাণ দিলে আমি এই পদ ছেড়ে দেব!
মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে উদ্দেশ করে এমপি টুলু বলেন, আমাকে গালাগালি করা কয়েছে তাতে আমার দুঃখ নাই। আমার দুঃখটা অন্য জায়গায়। নির্বাচনের সময়কার একটি ভিডিও দেখলাম- ‘আমাদের মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনকে (আমার মামাকে) যেভাবে গালাগালি করেছেন, অপমান করেছেন বাওয়ামী লীগ বলেছেন! এটা তিনি (রমজান আলী) করতে পারেন না। এ সময় তিনি মেয়র রমজান আলীকে বকরির (ছাগল) তিন নম্বর বাচ্চা বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, আমার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম।
এছাড়া উপজেলা নির্বাচনের পর পুটাইল ইউনিয়নে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন এমপি টুলু।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়