এমভি আবদুল্লাহ নিরাপদ সমুদ্রপথে


ইত্তেহাদ নিউজ,ঢাকা : ভারত মহাসাগরের অতিঝুঁকিপূর্ণ এলাকা পার হয়ে নিরাপদ সমুদ্রপথে পৌঁছেছে এমভি আবদুল্লাহ জাহাজটি। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ভারত মহাসাগর পাড়ি দেয় জাহাজটি। ফলে জলদস্যুদের প্রভাব থাকা এলাকা পার হয়ে যাওয়ায় জাহাজটি বর্তমানে নিরাপদ পথে রয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর ‘অতিঝুঁকিপূর্ণ’ সমুদ্রপথ পার হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধজাহাজ নিরাপত্তা দিয়েছে এমভি আবদুল্লাহকে।এদিকে জাহাজে থাকা ২৩ নাবিকের মধ্যে দুজন বিমানে বাংলাদেশে আসবেন। বাকি ২১ জন জাহাজেই চট্টগ্রামে ফিরবেন। মালিকপক্ষ জানিয়েছে, নাবিকরা যেভাবে চাইবেন সেভাবে দেশে ফিরতে পারবেন। তাই দুজনকে বিমানে নিয়ে আসা হচ্ছে। তাদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করতে চায় না মালিকপক্ষ। নাবিকদের চাওয়া-পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুই নাবিককে বিমানে দেশে আনা হবে দুবাই থেকে।
এ বিষয়ে চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, এমভি আবদুল্লাহ জাহাজটি বর্তমানে ঝুঁকিমুক্ত। বুধবার দুপুরে জাহাজের অবস্থান হচ্ছে আবর সাগরে। এর আগে সোমালি সাগর, ভারত মহাসাগর পাড়ি দিয়ে এসেছে জাহাজটি। এ জাহাজ আগামী ২২ এপ্রিল দুবাই সমুদ্রবন্দরে বা জাহাজের গন্তব্যে পৌঁছবে। সেখান থেকে দুই নাবিক নেমে যাবেন। প্রয়োজন হলে নতুন দুজন নাবিক সংযোজন করা হবে। জাহাজটি আবার দুবাই থেকে পণ্য ভর্তি করে চট্টগ্রামে আসবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়