বিনোদন

ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ামণির প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫০০ রুপি

fe7af4b040dd947cc18c5fb5094bcbbc 661e1c615c85a
print news

ইত্তেহাদ নিউজ ডেস্কদক্ষিণ ভারতের অভিনেত্রী প্রিয়ামণির সময়টা বেশ ভালো যাচ্ছে। অজয় দেবগন অভিনীত স্পোর্টস-ড্রামা ‘ময়দান’ দিয়ে আবারও অ্যাকশনে ফিরেছেন এই অভিনেত্রী। তবে ‘ময়দান’-এর আগে শাহরুখের ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে চর্চায় আসেন প্রিয়ামণি। বলিউড ও দক্ষিণী—সব জায়গায় জমিয়ে অভিনয় করছেন তিনি।

 

1e58945aa9e0ae956d16ac9ca967c6da 661e1c619e771

বক্স অফিসের সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা, প্রিয়ামণির পারিশ্রমিক বেড়েছে বহুগুণ। তবে জানেন কি, অভিনেত্রীর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫০০ রুপি!

২০০২ সালে তেলুগু সিনেমা ‘এভারে এতাগাদু’তে অভিনয়ের মধ্য দিয়ে প্রিয়ামণির চলচ্চিত্রে অভিষেক ঘটে। সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে, বক্স অফিসে সফলতা না পেলেও সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। আর এই সিনেমার জন্য মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক পান এই অভিনেত্রী। অভিনেত্রীর এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।

নিজের প্রথম পারিশ্রমিক নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ রুপি এবং আমার কাছে এটি ছিল অনেক মূল্যবান।’

9ac4f94f91b68e96441a4e727ac15faf 661e1c6109c1a
একই সাক্ষাৎকারে, প্রিয়ামণি তাঁর আরেকটি ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন এবং তা হলো ভবিষ্যতে নিজের যেকোনো সিনেমার গানে কণ্ঠ দিতে চান তিনি। আর অভিনেত্রীর আরেকটি অপূর্ণ ইচ্ছা হলো মেকআপ বাদ দিয়ে কোনো সিনেমায় অভিনয় করা।

প্রসঙ্গত, ব্যাক-টু-ব্যাক হিট দিয়ে বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন প্রিয়ামণি। ‘জওয়ান’ থেকে ‘আর্টিকেল ৩৭০’ কিংবা ‘ময়দান’—সবই বক্স অফিসে পেয়েছে সফলতা। সঙ্গে প্রিয়ামণিও ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করেছেন।

প্রিয়ামণিকে সামনে রাজ অ্যান্ড ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ ছবিতেও দেখা যাবে। ইতিমধ্যেই শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমরা শিগ্‌গিরই শুটিং শুরু করব।’ এর আগে ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এও সুচিত্রা তিওয়ারির চরিত্রে দেখা গেছে তাঁকে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *