বরগুনায় চার লক্ষ বিশ হাজার টাকার গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ইবরাহীম সোহেল, বরগুনা: বরগুনায় চার লক্ষ বিশ হাজার টাকার (৬ কেজি) গাজা সহ মো. সোহেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল ) সকালের দিকে আমতলী উপজেলার আঠারোগাছি ইউনিয়নের শাখারিয়া বাস স্ট্যাড থেকে থেকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ (ডিবি ওসি) বশিরুল আলমের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল কুমিল্লা জেলার কোতওয়ালি উপজেলার ধর্মপুর গ্রামের কবির হোসেনের ছেলে।
এবিষয়ে বরগুনা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ (ওসি ডিবি) বশিরুল আলম বলেন, এসআই জ্ঞান কুমার দাস,ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে আমতলীতে অভিযান চালিয়ে সোহেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়