ইউরোপ সফরে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও ঝিলিক


ইত্তেহাদ নিউজ ডেস্ক : ইউরোপ সফরে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও ঝিলিক। এ উদ্দেশ্যে শুক্রবার সকালেই ঢাকা ছেড়েছেন তারা। সঙ্গে রয়েছে তাদের মিউজিশিয়ান টিম। ইউরোপ সফরে ৩টি দেশে গান পরিবেশন করবেন তারা। এরমধ্যে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গতকালই একটি জমকালো শোতে অংশ নিয়েছেন ইমরান-ঝিলিক। আজ প্যারিসে অংশ নেবেন আরও একটি শোতে। আর কয়েকদিন গ্যাপ দিয়ে ২৮শে এপ্রিল সুইজারল্যান্ডের জুরিখে একসঙ্গে শোতে অংশ নেবেন তারা। ইমরান বলেন, এবারের সফর বেশিদিনের নয়। তবে ইউরোপের ৩ দেশে শো করছি। ঈদের পরপর প্রবাসীদের আমন্ত্রণে এই সফর নিয়ে আমরা বেশ এক্সাইটেড।
আশা করছি ভালো একটি সফর শেষে দেশে ফিরতে পারবো। এদিকে ঝিলিক বলেন, পরপর ৩টি দেশে শো করবো আমরা। প্রবাসীরা কিন্তু দেশের শিল্পীদের নিয়ে সব সময় উচ্ছ্বসিত থাকেন। ঠিক তেমনি আমরা শিল্পীরাও বিদেশের মাটিতে দেশের মানুষদের গান শোনাতে পেরে অন্যরকম অনুভূতি কাজ করে। এবারো তাই হচ্ছে। তবে খুব একটি সফর এবার করতে পারবো বলে বিশ্বাস। এদিকে ঈদ উপলক্ষে ইমরানের নতুন গান ‘ভালোবাসি বলে যাও’ প্রকাশিত হয়েছে। এতে তার সহশিল্পী মারুফা তিশা। আসিফ ইকবালের কথায় ইমরানের সুর ও সংগীতে তারই ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। সৈকত রেজা নির্মিত এ ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন মারিয়া শান্ত। অন্যদিকে ঝিলিক ঈদে চ্যানেলগুলোর অনুষ্ঠান নিয়ে বেশ ব্যস্ত ছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়