ইত্তেহাদ নিউজ ডেস্ক : টালিউড নায়িকা পাওলি দাম। ২০০৫ সালে নির্মাতা রাজু চৌধুরীর ‘রিভেঞ্জ’ দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এরপর নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’। এবার ঢাকাই ইন্ডাস্ট্রিতে তৃতীয়বারের মতো কাজ করছেন তিনি। সিনেমার নাম ‘নীল জোছনা’। এটি নির্মাণ করবেন ফাখরুল আরেফিন খান।
সরকারি অনুদানের এ সিনেমা নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজিবিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। যেখানে প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় দেখা মিলবে পাওলির।
সম্প্রতি কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাখরুল আরেফিন খান। তবে সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এ অভিনেত্রী বলেন, ‘এই সিনেমাটি সঙ্গে আমার কথা হয় আরও এক বছর আগে। এরপর আমি গল্পটি পরি। তারপরই সিদ্ধান্ত নেই কাজটি করার।’
সিনেমায় পাওলির বিপরীতে কে অভিনয় করছে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। তবে দেশের একজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এমনটাই জানান নির্মাতা ফাখরুল আরেফিন খান। খুব শিগগিরই নামটি চূড়ান্ত করা হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত