ইত্তেহাদ নিউজ,ঢাকা :ভোটের মাঠে বিনাযুদ্ধে রাজনীতির মাঠ ছেড়ে দেয়ার সমালোচনা করেছেন করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘নির্বাচন বর্জন করতে করতে বিরোধী দল রাজনীতির মাঠ থেকেই আউট হয়ে যাচ্ছে।সোমবার চাঁপাইনবাবগঞ্জে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র পুররুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভিপি নূর।চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এই আলোচনায় তিনি বলেন, ‘বিনাযুদ্ধে রাজনীতির মাঠ ছেড়ে দেয়া ঠিক নয়। নির্বাচন বর্জন করতে করতে বিরোধী দল রাজনীতির মাঠ থেকে আউট হয়ে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না।’
ভিপি নূর বলেন, ‘কয়েকজন শিল্পপতি দেশের ৮৫ ভাগ সম্পদের মালিক। দাম না পেয়ে কৃষক তার উৎপাদিত পণ্য রাস্তায় ফেলে দেয়। কৃষকরা যদি উৎপাদন না করে তখন সাধারণ মানুষের কী হবে- সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকারের খেয়াল শুধু শিল্পপতিদের স্বার্থ রক্ষায়।’
গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আল-আমীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণঅধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক এম এম রহমান শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠানসহ অনেকে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত