ইত্তেহাদ নিউজ : হেলিকপ্টার নামল প্রত্যন্ত এলাকার মাঠে, তা থেকে বেরিয়ে এলেন বর ও কনে। চারপাশে উৎসুক জনতা। লালগালিচা পেরিয়ে সেখান থেকে বেরিয়ে আসলেন বর ও কনে। এমন এক ভিন্ন আয়োজনের দেখা মিলল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পূর্বপাড়া) গ্রামে।জানা গেছে, বাবা-মায়ের স্বপ্নপূরণ করতেই এমন আয়োজন করেছেন বলে জানান বর হযরত আলী। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। কনে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর পূর্বপাড়ার এনামুল হক ও শেফালি বেগম দস্পতির মেয়ে রেফা মনি (১৮)। আর বর একই উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ও বুজরুক জামালপুর গ্রামের রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির ছেলে হজরত আলীবর ও কনের পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মার স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে বিয়ে করাবেন হেলিকপ্টার যোগে। যেমন স্বপ্ন, তেমন কাজ। অবশেষে বাবা-মায়ের সেই স্বপ্নপূরণ করতেই হজরত আলী এমন আয়োজন করেছেন। এদিকে হেলিকপ্টারটি যতক্ষণ ছিল, ততক্ষণ চারপাশে ছিল উৎসুক জনতার ভিড়। কনের বাড়িতে বিয়ে সম্পন্ন করে আবার হেলিকপ্টার যোগে বউ নিয়ে যান বর পক্ষ।কনের বাবা-মা জানান, বরযাত্রী হেলিকপ্টার নিয়ে আসার বিষয়টি তাদের জানালে তারা সায় দেন। স্থানীয় একটি বিদ্যালয় মাঠে হেলিকপ্টার নামানোর ব্যবস্থা করা হয়। আমরা গর্বিত যে, জামাই হেলিকপ্টার চড়ে আমাদের মেয়েকে নিতে এসেছে। যৌতুকবিহীন এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।বরের প্রতিবেশী চাচাতো জাহাঙ্গীর আলম বলেন, হযরত আলীর জন্মের পর থেকে চাচা-চাচি আমাদের বলতেন, হজরত আলীর বিয়ে হেলিকপ্টারে করে ছেলেকে বিয়ে করাবেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আকাশ পথে গিয়ে বিয়ে করলেন হজরত আলী।
এ বিষয়ে বরের বাবা রফিকুল আকন্দ ও মা সালমা বেগম জানান, হজরত আলী ছাড়া আমাদের আর কোনো ছেলে সন্তান নেই। ছেলেকে হেলিকপ্টার যোগে বিয়ে করানোয় স্বপ্ন ছিল। আজ সেই ইচ্ছেপূরণ করতে পেরে অনেকটা ধন্য মনে করছেন তারা। টাকা পয়সা বিষয় নয়, আসলে নিয়তটাই বড় কথা। আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করেছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত