বাংলাদেশ বরিশাল

ভাণ্ডারিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিরাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

1394bd522b7f3be64f93b2eb9f22726d
print news

বরিশাল অফিসপিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলে আগামী ২৯ মে এ উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে না।চেয়ারম্যান পদে মো. মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মো. মশিউর রহমান মৃধা ও নারী ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদের মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ার পদে দুই প্রার্থী দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।উপজেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হয়ে ছিলেন। প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি জেপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মাহিবুল হোসেনের মনোনয়নপত্র জমার সময় ভুল তথ্য দেওয়ায় যাচাই-বাছাইয়ে হলফনামায় অসম্পূর্ণ তথ্য পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।মো. মাহিবুল হোসেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুরও চাচাতো ভাই। তিনি জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি। তিনি গত (২০০৮ সাল) সাবেক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।বৈধ ঘোষিত প্রার্থীদের চেয়ারম্যান পদে মো. সালাহ উদ্দিন ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার নির্বাচনের শেষ মুহূর্তে এসে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় মো. মিরাজুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা দ্বিতীয়বার নির্বাচিত হন ও নতুন নারী ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীনের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না হওয়ায় তারা দুইজন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী ভাণ্ডারিয়ায় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ২ মে, মনোনয়নপত্র বাছাই ছিল গত ৫ মে, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ছিল ৯-১১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে। আগামী ২৯ মে ভাণ্ডারিয়ায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনি আমেজ স্থবির হয়ে যায়।পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচনে তিনটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিধি অনুযায়ী বৈধ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *