বরিশাল অফিস : বরিশালের হালিমা খাতুন বালিকা বিদ্যালয় থেকে কথিত অভিযোগে বরখাস্ত হওয়া শিক্ষক স্কুলটির প্রধান শিক্ষক,সভাপতি, শিক্ষাবোর্ড চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। বুধবার (১৫ মে) দুপুরে বরিশালের বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে এই মামলা করেন শিক্ষক মইদুল ইসলাম। আদালতের বিচারক হাসিবুল হাসান ১০ কার্যদিবসের মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ অভিযুক্তদের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত।
এ মামলায় বিবাদীরা হলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক, শিক্ষাবোর্ড চেয়ারম্যান এবং শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক।
মামলা সূত্রে জানা যায়, বরিশাল নগরীর ঐতিহ্যবাহী হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে গত ৫ মে ১৩ ছাত্রীকে যৌন হয়রানির কথিত অভিযোগ তোলা হয় ওই শিক্ষকের বিরুদ্ধে। এরপর ৯ মে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া শিক্ষকের দাবি, কোচিং বাণিজ্যের ভাগবাটোয়ারা নিয়েই মূলত দ্বন্দ্ব। সেকারণে জোর করে ওই ছাত্রীদের দিয়ে একটি কাগজে সই নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়।যে কারণে আদালতের স্বরণাপন্ন হয়েছেন বরখাস্ত হওয়া শিক্ষক মইদুল ইসলাম।তিনি ৫ মে ওই স্কুলে চালু থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। বাদী পক্ষে আইনজীবী ছিলেন বরিশাল বারের সিনিয়র এ্যাডভোকেট আজাদ রহমান ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত