হারানো সন্তানকে ফিরে পেতে মায়ের আর্তনাদ


বরিশাল অফিস : যুবক বুদ্ধ প্রতিবন্ধী মোঃ মারুফ খান (২৩) কে হারিয়ে বরিশালের জেলা উপজেলায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন তার বাবা-মা। ৪ মে নগরীর পলাশপুর খানকাহ এলাকা থেকে নিখোঁজ হয়েছিল মারুফ। তার পিতা মৃত। মা হোসনেয়ারা বেগম একজন শ্রমিক। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে তিনি বরিশাল কাউনিয়া থানায় গত ৫মে একটি সাধারণ ডাইরী দায়ের করেছেন। যার নং ২১২। থানা পুলিশ এখন পর্যন্ত মারুফ কে উদ্ধার করতে সক্ষম হয়নি।
আইনী আশ্রয় নেয়ার পাশাপাশি মা তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য ছাপিয়েছে পোস্টার। বরিশাল বিভাগের নানা স্থানে সেই পোস্টার লাগিয়েছেন। তবুও সন্তানের খোঁজ পাননি। সর্বশেষ সন্তানের ছবি ও পোস্টার নিয়ে সন্তানকে ফিরে পেতে পত্রিকায় ও অনলাইনে সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াছ্ছেন মা হোসনেয়ারা।
তিনি বলেন, ছবি দেখে কেউ তার সন্তানকে দেখতে পেলে তার ব্যবহৃত ০১৮৯৩৫৫০১৪৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়