মেম্বারি করতে চাইলে …………


ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ তার ইউনিয়নের ইউপি সদস্যদের নির্দেশ দিয়ে বলেছেন যদি মেম্বারি করতে হয় আমুর নির্দেশনার বাইরে এক পা যেতে পারবেন না। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি স্কুলের মধ্যে আলোচনা সভায় গালুয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ বলেন, এখানে যারা আছেন তারা শোনেন আলহাজ আমির হোসেন আমু কি জিনিস সেটা আমার থেকে কেউ ভালো জানেন না। আগামী ২০ মে পর্যন্ত এরপর সব ঠান্ডা। যারা যারা আওয়ামী লীগে আছেন, আলহাজ আমির হোসেন আমুর কমিটির লোক আছেন এবং আমার ইউনিয়নের মেম্বার সাহেবদেরও বলি যদি মেম্বারি করতে হয় আর আপনাদেরও যদি সংগঠন করতে হয় তাহলে আমুর নির্দেশনার বাইরে এক পা কেউ যেতে পারবেন না। আমাকে চেয়ারম্যান সে বানিয়েছে। এখনো ২ বছর ২ মাস আছি। ২৯ তারিখে ঘোড়া মার্কায় ভোট দেব। গালুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি রুমে গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজের এমন কর্মকাণ্ডের বিষয়টি অনেকেই নেতিবাচক হিসেবে নিয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে ইচ্ছুক নয় এমন স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কোনো প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সরাসরি হুমকি দিতে পারেন না। তবে ইউপি চেয়ারম্যান পারভেজ তার খামখেয়ালি মতো সব কিছু করছে। তার নির্দেশনার বাইরে কেউ যেতে পারে নাহ। তিনি যখন নির্বাচন করছেন তখনও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচন থেকে সরে দিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে গালুয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ অস্বীকার করে বলেন, আমি এ রকম কোনো বক্তব্য দেয়নি। আলহাজ আমির হোসেন আমুর জিনিস বেশি জাইনেন না। রাখি আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দেন। এরপর তাকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু গাজী বিষয়টি স্বীকার বলেন, আমরা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান) জিয়া হায়দার খান লিটনের পক্ষে কাজ করা জন্য গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীদের নিয়ে আলোচনা সভা করি সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়