ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার থেকে যোগাযোগ


ইত্তেহাদ নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে থাকা দুই ব্যক্তি উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন ইরানের নির্বাহী বিষয়ক প্রেসিডেন্ট মোহসেন মানসুরি।
তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হেলিকপ্টার থেকে দুইজনের যোগাযোগ করার অর্থ হলো এটি খুব খারাপভাবে বিধ্বস্ত হয়নি।
দেশটির নির্বাহী বিষয়ক প্রেসিডেন্ট আরও বলেছেন, রোববার (১৯ মে) আজারবাইজানে বাঁধ উদ্বোধনের পর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও অন্যান্যরা তিনটি হেলিকপ্টারে করে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তারবিজ শহরে যাচ্ছিলেন। এরমধ্যে দুটি হেলিকপ্টার গন্তব্যে পৌঁছালেও; প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তিনি জানিয়েছেন, আজারবাইজান থেকে উড়াল দেওয়ার ৩০ মিনিট পর প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটির সঙ্গে অন্য দুটি হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপরই সেখানে তারা দ্রুত সময়ের মধ্যে উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নেন। এরপর প্রেসিডেন্টের হেলিকপ্টারে থাকা দুইজন উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। যার অর্থ দুর্ঘটনাটি খুব বেশি গুরুতর ছিল না— যোগ করেন তিনি। এছাড়া হেলিকপ্টারটি উদ্ধারকারীর শনাক্ত করতেও সমর্থ হয় বলে জানান তিনি।
তবে ইরনাতে এই খবর প্রকাশিত হওয়ার পর ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হেলিকপ্টারটি এখন পর্যন্ত তারা খুঁজে পায়নি।
রাইসির হেলিকপ্টার খুঁজে পাওয়া এবং সেটির সঙ্গে যোগাযোগ স্থাপন নিয়ে এখনো দ্বন্দ্ববিরোধী খবর পাওয়া যাচ্ছে। ফলে এখনো বিষয়টি ধোঁয়াশার মধ্যে রয়েছে।
সূত্র: ইরনা নিউজ
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়