বাংলাদেশ খুলনা

যশোর-নড়াইল মহাসড়কে গাছ কাটার ওপরে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট

47adf11db92883b8eb7a2254bda5c854 664a2ef34dc01
print news

ইত্তেহাদ নিউজ,যশোর: যশোর-নড়াইল মহাসড়কে ছয়লেন প্রকল্পের টেন্ডার আহ্বান না করা পর্যন্ত গাছ কাটা যাবে না। গাছ কাটার ওপরে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে  রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তাঁর সঙ্গে ছিলেন সঞ্জয় মণ্ডল ও সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। সড়ক বিভাগের পক্ষে ছিলেন আইনজীবী এস এম জহিরুল ইসলাম।  পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারা দেশের গাছ কাটা বন্ধে জনস্বার্থে রিট দায়ের করা হয়। গত ৫ মে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে ওই রিট করে।

ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ৭ মে পরিবেশ রক্ষায় সারা দেশের গাছ কাটা নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

পরবর্তীতে মনজিল মোরসেদ সম্পূরক আবেদন করেন। তাতে বলা হয়, যশোর–নড়াইল ছয় লেন রাস্তার উন্নয়ন প্রকল্প সরকার হাতে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাস্তা নির্মাণের কোনো টেন্ডার আহ্বান করা হয়নি। তা সত্ত্বেও রাস্তার দুপাশে শত শত গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ সংরক্ষণ করেও ছয় লেনের রাস্তার কাজ করা সম্ভব। তাতে জনগণ উপকৃত হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *