বাংলাদেশ বরিশাল

রাজাপুরে ভোটারদের আলোচনার শীর্ষে মিলন মাহমুদ বাচ্চু

bassu mirda rajapur
print news

রাজাপুর থেকে ফিরে মোঃ ইমরান,ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি:  রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ করেছেন মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু। নির্বাচনে ভোটাররা ত্যাগি নেতা গনমানুষের আস্থাভাজন মিলন মাহমুদ বাচ্চুকে বিপুল ভোটে বিজয়ী করবেন এমন আলোচনা এখন সর্বত্র। রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন মটর সাইকেল প্রতীকের এই প্রার্থী। সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও অসহায় মানুষের প্রিয়জন হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন উপজেলাবাসীর কাছে।

এদিকে খেটে খাওয়া মানুষ তাদের আমানত (ভোট) উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুকে দিতে প্রস্তুতি নিচ্ছে ২৯ মে’র জন্য । এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চুর দিকেই ঝুঁকছেন ভোটাররা।

উপজেলার বড়ইয়া ইউনিয়নের সোহেল রানা নামে এক ভোটার বলেন, নির্বাচন এলে প্রার্থীদের আনাগোনা দেখা যায় কিন্তু মিলন মাহমুদ বাচ্চু সারা বছরই প্রতিটি মানুষের পাশে ছিলেন।তিনি যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন সকল ইউনিয়নে উন্নয়ন করেছেন। মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এ ধরনের প্রার্থীকেই এলাকাবাসী চায়।

কানুদাসকাঠী এলাকার মিজানুর রহমান তসলিম বলেন,মিলন মাহমুদ বাচ্চু দীর্ঘদিনের পরীক্ষিত ক্লিন ইমেজের একজন মানুষ। সব সময় ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ রয়েছে। তিনি চেয়ারম্যান থাকাকালে ব্যাপক উন্নয়ন করেছেন।

bassu mirda

রাজাপুর উপজেলায় দলমত নির্বিশেষে যার কাছেই জানতে চাওয়া হয়েছে, সবাই এক বাক্যে মিলন মাহমুদ বাচ্চু মৃধার প্রশংসায় পঞ্চমুখ। স্থানীয়দের বিবেচনায়  রাজাপুর উপজেলায় জনপ্রিয়তায় ও আলোচনায় সবচেয়ে এগিয়ে মিলন মাহমুদ বাচ্চু ।

মিলন মাহমুদ বাচ্চুর বিরুদ্ধে স্বজনপ্রীতি,আওয়ামীলীগসহ কোন দলের নেতা কর্মীদের হয়রানী,গ্রুপিং সৃষ্টি,দালালী,কাবিটা-কাবিখার নামে ভুয়া প্রকল্প দেখিয়ে ভুয়া বিল ভাউচার দিয়ে অর্থ আত্মসাত এবং নিজের আখের গোছানোর অভিযোগ নাই।  এসব কারনেই ভোটারদের ও সমর্থকদের মন কাড়তে পেরেছেন অল্প সময়ে।স্বচ্ছ ও সৎ হওয়ার কারনে মিলন মাহমুদ বাচ্চুর রয়েছে ভোট ব্যাংক। সম্প্রতি রাজাপুরের সাংবাদিক সায়েম আকন ফেসবুকে একটি মতামতের জন্য পোস্ট করেছিলেন সেখানেও দেখা গেছে মিলন মাহমুদ বাচ্চু শীর্ষে।

এবারের নির্বাচনে সব দিক বিবেচনা করে মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুকে ভোট দিয়ে বিজয়ী করবে ভোটাররা । তার রেখে যাওয়া উপজেলার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন ভোটাররা ।

রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু বলেন, উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে প্রতিনিয়তই যাচ্ছি ভোট ও দোয়া চাচ্ছি ভোটারদের কাছে। বয়োবৃদ্ধ থেকে সব বয়সী মানুষ আমাকে যেভাবে আশ্বস্ত করছেন তাতে আমি আশাবাদী।

c2c471b9 e68e 484c 956d 8c86d662a9c0

উল্লেখ্য,রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে সাতুরিয়া, শুক্তাগড়,গালুয়া,রাজাপুর,বড়ইয়া ও মঠবাড়ি। ১৬৪ বর্গকিলোমিটারের রাজাপুর উপজেলায় মোট ভটার সংখ্যা ১,০০,৪৫২ জন ।পুরুষ ভোটার ৫০,৫৫৭ জন ও নারী ভোটার রয়েছে ৪৯,৮৯৫ জন ।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *