ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের কন্নড়ের টিভি অভিনেত্রী জ্যোতি রাই। তার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিপাকে পড়ে ইতোমধ্যেই আইনি ব্যাবস্থা নিয়েছেন এই অভিনেত্রী। বেঙ্গালুরু থানায় একটি মামলা দায়ের করেছেন জ্যোতি। তবে মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন এ অভিনেত্রী।
মূলত বিতর্কের শুরু হয় টুইটারে একজন অজ্ঞাত ব্যক্তির পোস্টকে ঘিরে। সেখানে তিনি লিখেছিলেন, তার ইউটিউব চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার হলেই জ্যোতি রাইয়ের ব্যক্তিগত ছবি-ভিডিও শেয়ার করবেন তিনি। তার এই পোস্ট ভক্তদের নজরে আসলে শুরু হয় আলোচনা। এরকম পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন সবাই। তবে এরই মধ্যে তার ব্যক্তিগত কিছু ছবি আর ভিডিও ছড়িয়ে গেছে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মে, যা ঘটনাটিকে আরও তীব্র করে দেয়।
কোনো উপায় না পেয়ে আইনের দারস্থ হয়েছেন তিনি। জ্যোতি রাই বলেন, হুমকি পাওয়ার পর থেকে আমি ট্রমার মধ্যে আছি। যেসব আইডি থেকে যারা এসব প্রচার করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। আমার ও আমার পরিবারের সম্মান হুমকির মুখে রয়েছে। এসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অপূরণীয় ক্ষতি হবে।
পুলিশকে কিছু আইডির তালিকা দিয়েছেন জ্যোতি রাই। ইতোমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত