বাংলাদেশ ঢাকা

সরকারি তিতুমীর কলেজে নিয়মবর্হিভূত অর্থ আদায়ের অভিযোগ

কলেজ
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা : সরকারি তিতুমীর কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সে (স্নাতকোত্তর) ভর্তির বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে অনার্সের নম্বরপত্র/প্রশংসাপত্র এবং চারিত্রিক সনদের ফটোকপি সংযুক্ত করতে বলা হয়েছে। কিন্তু ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজ জমা দিতে হলে কলেজ থেকে প্রশংসাপত্র, ও চারিত্রিক সনদের কগজ উত্তোলন করতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। নিয়মের তোয়াক্কা না করেই কলেজ প্রশাসন শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ ওঠেছে। কলেজের সিটিজেন চার্টারে স্পষ্ট উল্লেখ আছে, প্রশংসাপত্র ও চারিত্রিক সনদ নেওয়ার জন্য শিক্ষার্থীদের কোনো অর্থ দিতে হবে না। কিন্তু কলেজ প্রশাসন নম্বরপত্র ও প্রশংসাপত্রের জন্য নিয়ম বহির্ভূত ২০০ টাকা অতিরিক্ত আদায় করছে বলে জানা যায়।

প্রশাসনিক ভবন ঘুরে এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশংসাপত্র ও চারিত্রিক সনদ উত্তোলনে কোনো প্রকার অর্থ আদায়ের নিয়ম না থাকলেও শেখ কামাল প্রশাসনিক ভবন থেকে ফরম পূরণ করে ১০০ টাকা দিতে হচ্ছে। এছাড়া নম্বপত্র সংগ্রহ করতেও শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে আরও ১০০ টাকা দিতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, টাকা না দিলে চারিত্রিক সনদ পাওয়া যায় না এবং অফিসের কর্মকর্তাদের কথামতো না চললে তারা ঠিকমতো কাজ করেন না। তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

অপর এক শিক্ষার্থী বলেন, অফিসের লোকেরা তাদের ক্ষমতায় টাকা নিচ্ছেন এবং কলেজের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ বিষয়টি দেখছেন না। আমরা এখানে নিরুপায়, আমাদের তো ভর্তি হতে হবে।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন জানান, এগুলোর জন্য টাকা নেওয়ার নিয়ম আছে কারণ প্রিন্ট ও কালি ব্যবহারের খরচ থাকে। সিটিজেন চার্টারের ব্যাপারে তিনি বলেন, ওখানে হয়তো ভুল হয়েছে। এ বিষয়ে জানতে অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *