৬টি জাহাজে হামলার দাবি হুথিদের


ইত্তেহাদ নিউজ ডেস্ক : ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা তিনটি সাগরে ছয়টি জাহাজে হামলার দাবি করেছে। বুধবার (২৯ মে) গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ লাক্স ইয়েমেনের উপকূলে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, লাক্স জাহাজ মঙ্গলবার হামলার শিকার হয়েছিল। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছেন, লোহিত সাগরে মরিয়া ও সিলেডি, আরব সাগরে আলবা ও মার্স্ক এবং ভূমধ্যসাগরে মিনার্ভার আন্তোনিয়া জাহাজে হামলা করা হয়েছে।
গাজায় ইসরায়েলি যুদ্ধের বিরোধিতায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বাণিজ্যিক নৌযানে হামলা চালানো হচ্ছে দাবি হুথিদের। নভেম্বর থেকে তারা লোহিত সাগরে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারত মহাসাগরেও তাদের হামলা বিস্তৃত হয়েছে।
ইসরায়েলের বন্দরগামী যেকোনও জাহাজে হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। এখন পর্যন্ত তাদের হামলায় একটি জাহাজ ডুবেছে। অপর একটি জাহাজ তারা জব্দ করেছে। তাদের হামলায় দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। এসব হামলার ফলে বৈশ্বিক নৌ চলাচল ব্যাহত হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়