ইত্তেহাদ নিউজ,পটুয়াখালী : ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবের শিকার পটুয়াখালীর উপকূলবর্তী উপজেলা কলাপাড়ার হাজার হাজার মানুষ। অসহায় ও দুর্বিষহ মানুষের পাশে দাঁড়াতে কলাপাড়ায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসতে শুরু করেন কলাপাড়া উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ।দুপুর ১টার দিকে কলাপাড়া কলেজ মাঠে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় কলেজ মাঠসহ পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।কলাপাড়ার লালুয়া ইউনিয়ন থেকে আসা ৬০ বছর বয়সী মোজাম্মেল হক ঢাকা পোস্টকে বলেন, ‘আমি ত্রাণ নিতে আসি নাই, আসছি শেখের বেটিকে এক নজর দেখতে। ২০ বছর আগে একবার দেখেছিলাম।’মোজাম্মেল হকের মতো অনেকেই প্রধানমন্ত্রীকে দেখতে এবং অনেক দুর্গত মানুষ ত্রাণ নিতে কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে এসেছেন। ত্রাণ কার্যক্রম শেষে কলাপাড়ার দুর্গত এলাকাগুলো পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত