ইত্তেহাদ নিউজ,ঢাকা : আসন্ন কুরবানীর ঈদ কে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জালনোট তৈরির অর্ধশতাধিক চক্র। ঈদে কুরবানীর গরুর বাজারে কোটি টাকার জালনোট বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে এমন তথ্য পেয়ে নজরদারি ও অভিযান পরিচালনা শুরু করেছেন ডিএমপি সবুজবাগ থানা পুলিশ।
একই ব্যক্তি একাধিকবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হয়ে আবারও জাল টাকার কারবারে তৎপরতা চালাচ্ছে এমন নজিরও আছে। সাম্প্রতিক সময়ে ডিএমপি সবুজবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানাধীন রাজারবাগ বাগপাড়াস্থ সুজন গলির মুখে রিয়াজের গ্যারেজের সামনে অভিযান চালিয়ে জাল নোটসহ মোঃ আলমগীর নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ সোলাইমান গাজী।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় জল নোট শনাক্তকারী যন্ত্রও বসানোর পরিকল্পনা নেয়া হচ্ছে। অতীতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে ছাড়া পেয়েছে এমন জালনোট তৈরির চক্রের সদস্যদের বিষয়ে খোঁজ খবর নেওয়াসহ সবুজবাগ থানা পুলিশ গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে জালনোট রুখতে কঠোর অবস্থানে আছেন বলে জানান ঐ কর্মকর্তা। গ্রেপ্তারকৃতের স্বীকারোক্তিতে জাল টাকা সংক্রান্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত