পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের প্রথম নারী নির্বাহী সম্পাদক সালি বাজবি। তিন বছর দায়িত্বে থাকার পর হঠাৎ পদত্যাগ করলেন তিনি। রবিবার (২ মে) এই ঘোষণা দিয়েছেন পত্রিকাটির প্রধান নির্বাহী কর্মকর্তা উইলিয়াম লুইস। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এই খবর জানিয়েছে।
ওয়াশিংটন পোস্ট-এর তথ্যানুসারে, ওইদিন সন্ধ্যায় একটি ইমেলে কর্মীদের কাছে বাজবির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন লুইস। তাকে স্থলাভিষিক্ত করেছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক এডিটর-ইন-চিফ ম্যাট মোরে।
জানুয়ারিতে ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন লুইস। এর কয়েক মাস পর বাজবির হঠাৎ পদত্যাগের খবরটি এলো যা পত্রিকাটির জন্য একটি বড় ধাক্কা।
ওয়াশিংটন পোস্টের আগে, ২০১৭ সালের শুরু থেকে অ্যাসোসিয়েটেড প্রেস এপির নির্বাহী সম্পাদক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাজবি।
২০১৯ সালে তার নেতৃত্বে ইয়েমেনের যুদ্ধে নৃশংসতার বিস্তারিত তদন্ত বিষয়ক আন্তর্জাতিক প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলো এপি।
প্রত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাজবির পদত্যাগের খবরটি এমন সময় এলো যখন একটি বড় আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ওয়াশিংটন পোস্ট। গত বছর ৭৭ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে পত্রিকাটির।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত