বরিশাল অফিস : ঝালকাঠির নলছিটিতে লুঙ্গি পরেই নিয়মিত অফিস করাসহ নানান অভিযোগ রয়েছে নলছিটি উপজেলা খাদ্য পরিদর্শক মো. আবুল কালামের বিরুদ্ধে।
সোমবার দুপুর ১২ দিকে খাদ্যগুদাম অফিসে কোন স্টাফ পাওয়া যায়নি ঘন্টা খানিক অপেক্ষা করার পরে খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম বাসা থেকে বের হয়ে সংবাদকর্মীদের সাথে উচ্চবাচ্য কথা বলেন। প্রথমে সাধারন কাউকে ভাবলেও পরে মো. আবুল কালামের সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম, তিনিই খাদ্য গুদাম কর্মকর্তা এবং লুঙ্গি পরেই তিনি অফিস করছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম লুঙ্গি পরেই নিয়মিত অফিস করেন।দেখা গেছে, আবুল কালাম মার্জিত পোশাকতো দূরে থাক একেবারে বাসার পোশাকেই অফিস করছেন এবং আরাম আয়েসেই তার দাফতরিক কার্যক্রম পরিচালনা করছেন। নিজের অফিসকে অনেকটা বাসস্থানের মতো তৈরি করে ফেলেছেন। পোশাকের বিষয়ে তার সঙ্গে কথা বলার সময়ে লুঙ্গি পরা পোশাকেই কথা বলেন আবুল কালাম। মার্জিত পোশাকেই অফিসে আসতে হয় সরকারি কর্মকর্তা—কর্মচারীদের। কারণ, সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট ড্রেসকোড রয়েছে এবং তা মেনেই তাদের অফিস করার বিধান রয়েছে।
এর আগেও সিলগালা করা হয়েছে একটি (২ নম্বর) গুদাম। জব্দ করা হয়েছে ৫ হাজার ৩৩৩ বস্তা (১৬০ টন) আমন চাল।
এছাড়াও উপজেলা খাদ্যগুদামে একের পর এক দুর্নীতি অনিয়ম বেড়েই চলেছে।এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম এর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তিনি বলেন, লুঙ্গি পরে অফিস করার নিয়ম নেই। তার (আবুল কালাম) বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে, বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত