ইত্তেহাদ নিউজ ডেস্ক : লম্বা বিরতির পর ফের কাজে ফিরছেন প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ ছবি দিয়ে পর্দায় ফিরছেন তিনি। শুটিং শেষ করেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী। সেখানে জানালেন এটা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিনতম সময়। ধন্যবাদ জানালেন আমির খান, সানি দেওলদের।
এদিন প্রীতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শুরুতেই দেখা যাচ্ছে লাহোর ১৯৪৭ ছবির স্ক্রিপ্টের ঝলক। তারপরই ফুটে উঠে এই ছবির শুটিং শেষ হওয়ার পর কেক কাটার মুহূর্তের ছবি। এদিন অভিনেত্রীকে লাহোর ১৯৪৭ ছবির পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। বাদ দেননি সিনেমাটোগ্রাফার সন্তোষ শিভান এবং ছবির অন্য কলাকুশলীদের সঙ্গে ছবি তুলতে। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে একটি ফুলের তোড়াও দেখা যাচ্ছে।
এই ভিডিও পোস্ট করে একটিতে প্রীতি লেখেন, ‘শেষ হলো লাহোর ১৯৪৭ ছবির শুটিং। আমি ছবির গোটা কাস্ট এবং ক্রুর কাছে কৃতজ্ঞ এত দুর্দান্ত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের সবার এই ছবি ভালো লাগবে, উপভোগ করবেন ঠিক যতটা আমরা এটা বানাতে গিয়ে করেছি। এটা আমার করা সবচেয়ে কঠিনতম ছবি।’
তিনি এদিন আরও লেখেন, ‘সবার কঠোর পরিশ্রমের জন্য একেবারে ফুল মার্কস। রাজজি, আমির, সানি, শাবানাজি, সন্তোষ শিভান, রহমানকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এ ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা যাবে প্রীতিকে। এর প্রযোজনা করেছেন আমির খান। সেজন্যই তিনি দুই অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে ছিলেন বলে।
গত বছর অক্টোবরে এই ছবির ঘোষণা হয়েছিল। এখানে সানি, প্রীতি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল প্রমুখ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত