ইত্তেহাদ নিউজ :
মিথ্যা মামলায় কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ এনে পটুয়াখালীর কলাপাড়া থানার সামনে রাতভর অবস্থান নিয়েছিলেন উপজেলা পরিষদের সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা। রোববার রাত সোয়া ১টা থেকে তিনি নেতাকর্মী নিয়ে থানার প্রবেশমুখে অবস্থান নেন। এ সময় তাঁর সঙ্গে দেখাও করেননি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ। গতকাল সোমবার সকালে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁর প্রত্যাহার দাবি করে বের হওয়া ঝাড়ুমিছিলেও নেতৃত্ব দেন ওই ভাইস চেয়ারম্যান।
মিছিল শেষে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ওসির কারণে কলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশ নিরীহ মানুষকে গ্রেপ্তার করে হয়রানি করছে, অথচ হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত