বরিশাল অফিস : বরিশালে এক ব্যক্তি তার পাঁচ বছরের সন্তানকে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে নগরীরর কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে ‘স্বপ্ন বিলাস’ ভবনের চারতলায় এ ঘটনা ঘটে বলে কাউনিয়া থানার এসআই আরাফাত হাসান জানান।মৃতরা হলেন-উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (৩৫) ও তার ৫ বছর চার মাস বয়সী মেয়ে রাবেয়া বশরী রোজা। নাঈম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার গাড়ির চালক ছিলেন।
মৃতদের পরিবারের বরাতে এসআই আরাফাত বলেন, “চার মাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। মঙ্গলবার রাতে স্ত্রী ফোন করে জানায় যে, সকালে মেয়েকে নিয়ে যাবে। “তাই নাঈম বটি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা করেন। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।” নাঈমের সামনের ঘরেই তার বোন থাকেন। কিন্তু তারা ঘটনাটি টের পাননি বলে জানান এসআই। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত