ইত্তেহাদ নিউজ,ঢাকা : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির ২ হাজার বাসিন্দার মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ জুন) বিকাল ৩টার দিকে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে মাংস বিতরণ করা হয়।
এদিন দৌলতদিয়া সোহরাব মণ্ডলপাড়া এলাকায় উত্তরণ শিশু বিদ্যানিকেতনের মাঠ চত্বরে পূর্বপাড়ার যৌনপল্লির যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়সহ যৌনপল্লির আশপাশের অসহায় ও দরিদ্রদের মধ্যে মোট ২ হাজার জনকে এক কেজি করে গরুর মাংস দেওয়া হয়।
এ সময় যৌনকর্মীদের নিজস্ব সংগঠন দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
নারীনেত্রী ঝুমুর বেগম বলেন, ‘আজ কোরবানির মাংস পেয়ে অনেক পরিবারের মুখে হাসি ফুটেছে। এভাবে কয়েক বছর ধরে মাংস বিতরণ করছেন ডিআইজি হাবিবুর রহমান স্যার। আমরা স্যারের জন্য দোয়া করছি।’
তিনি আরও বলেন, ‘যৌনপল্লির অসহায় নারী ও তৃতীয় লিঙ্গের বাসিন্দাদের পাশে স্যার সবসময় থাকেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত