ইত্তেহাদ নিউজ,সুনামগঞ্জ : বন্যা পরিস্থিতির কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়সহ সকল ভ্রমণ স্পষ্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ জুন) বেলা ৩টায় তাহিরপুর উপজেলা প্রশাসনের (ইউএনও) ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন।
গত রাত থেকে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বেশিরভাগ উপজেলাই এখন বন্যা প্লাবিত। হু হু করে বাড়ছে জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ। এদিকে বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন ইতোমধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করেছে।
অন্যদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর দেয়া তথ্যানুযায়ী, সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ১৬০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যাদুকাটা ও পাঠলাই নদীর পানিও অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে।
টাঙ্গুয়ার হাওড়সহ তাহিরপুরের সব পর্যটন স্পট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত