শিগগিরই বিয়ে করছেন চমক


ইত্তেহাদ নিউজ ডেস্ক : নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ভক্তদের জন্য সুসংবাদ দিয়েছেন। বাগদান সারলেন তিনি। সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে তার। বিশেষ দিনের স্থিরচিত্র নিজের ফেসবুকে প্রকাশ করে এমনটা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।এমন সংবাদ পেয়ে তার ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত।ছবিতে দেখা গেছে, লাল সেলয়ার কামিজ ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী। অন্য একটি ছবিতে দেখা গেছে দুজনের হাতে আংটি।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি। আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। চমকের আংটিবদল এবং বিয়ের খবরে উচ্ছ্বসিত তার ভক্তরাও। কমেন্ট বক্সে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বন্ধু থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পাত্র কে সে প্রসঙ্গে এখনও কিছু বলছেন না চমক। এমনকি পাত্রের নামও প্রকাশ করেননি অভিনেত্রী।


* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়