সাবেক আইজিপি বেনজীরের ‘রহস্যময়’ বাড়ি


ইত্তেহাদ নিউজ,ঢাকা : রাজধানীর অদূরে প্রায় ১০ কোটি টাকার চোখ ধাঁধানো বাংলো বাড়ি। বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোন উন্নতে দেশের বাড়ি। জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিসান বাড়ি নির্মান করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রূপগঞ্জের কাঞ্চনগামী সড়কের পাশে নির্জন এলাকায় ‘আনন্দ হাউজিং সোসাইটি’ নামে একটি আবাসন প্রকল্পে বেনজীর আহমেদের মালিকানাধিন একটি বাড়ি রয়েছে। দৃষ্টিনন্দন বিলাসবহুল ডুপ্লেক্স বাংলো বাড়িটির উপরের তলায় চারপাশেই আলাদা করে চারটি বারান্দা রয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে ও বাহিরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। এ ছাড়া বাড়িটির ভেতরে রয়েছে অভিজাত সুইমিং পুল, বিদেশি কুকুর, ম্যাকাও গোল্ড পাখিসহ নানা ধরনের বিদেশি পাখি এবং অনেকগুলো হরিণ নিয়ে একটি মিনি চিড়িয়াখানা।
বাড়িটি দেখাশুনার দায়িত্বে থাকা কেয়ারটেকার আবদুল্লাহ জানান, সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গাসহ বাড়িটি পরিমাপ করে গেছেন।
২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। ২৪ কাঠা জমির উপর এই বাড়িটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। বেনজীর আহমেদ দেশে অবস্থানকালে মাঝে মধ্যে এসে এই বাড়িতে আসতেন এবং অবসরে রাত্রিযাপনও করতেন বলে জানান স্থানীয়রা।
এদিকে গত বুধবার উচ্চ আদালতের আদেশে তৃতীয় দফায় জব্দ করা হয়েছে বেনজীর আহমেদের অর্জিত আরও বিপুল পরিমাণ সম্পদ। সেই জব্দ তালিকায় রূপগঞ্জের এই বাড়িটিও রয়েছে বলে জানা গেছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়