ফিলিস্তিনিদের অর্থ সহায়তা, ইসরায়েলকে বোমা দেবে যুক্তরাষ্ট্র


ইত্তেহাদ নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিমতীরের বাসিন্দাদের জন্য আরও ১০০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন ত্রাণ ও সাহায্যবিষয়ক সংস্থা ইউএসএইড জানিয়েছে নতুন এ সহায়তা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে সহায়তা করবে।
এই অর্থের মাধ্যমে গাজার সাধারণ মানুষের কাছে প্রাণরক্ষাকারী সহায়তা পৌঁছানো এবং অন্যান্য লজিস্টিক কাজ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।ফিলিস্তিনিদের অর্থ সহায়তা দেওয়ার এ ঘোষণার দিনই যুক্তরাষ্ট্র জানিয়েছে, দখলদার ইসরায়েলে তারা আবারও ৫০০ পাউন্ডের বোমা পাঠানো শুরু করবে।
যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে থাকে। আজ বৃহস্পতিবার ৫০০ পাউন্ডের বোমা পুনরায় সরবরাহের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি এটিরই অংশ।
এদিকে গাজায় যেসব মানবাধিকার ও ত্রাণ সংস্থা কাজ করছে তারা অভিযোগ করেছে, ইসরায়েলের বাধার কারণে গাজার সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। গাজার ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি এবং আইন ও শাসনের অভাব এ বিষয়টি আরও কঠিন করে দিচ্ছে বলে জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের সাহায্যকারী এ সংস্থাটি জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তারা এখন পর্যন্ত ৭৭৪ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা দিয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়