গণপূর্তের ৫ নির্বাহী প্রকৌশলীর বদলি


ইত্তেহাদ নিউজ,ঢাকা : গণপূর্ত অধিদপ্তরের ৫ নির্বাহী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। রোববার (১৪ জুলাই) পৃথক দুটি অফিস আদেশে ঢাকার গুরুত্বপূর্ণ ৫ ডিভিশনে বদলি সংক্রান্ত আদেশ জারি হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সই করা পৃথক দুটি অফিস আদেশে দেখা গেছে, শেরে বাংলা নগর গণপূর্ত বিভাগ–৩ এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানাকে ঢাকা গণপূর্ত বিভাগ–৪ এবং ঢাকা গণপূর্ত বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলামকে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ–৩ এ বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা গণপূর্ত বিভাগ–৪ এর নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নুকে ঢাকা গণপূর্ত বিভাগ–১, মহাখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকারকে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ–২ এবং শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানকে মহাখালী গণপূর্ত বিভাগে বদলি করা হয়েছে।
এ প্রকৌশলীরা চাকরিজীবনে সহকারী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী হিসেবে ঢাকার বিভিন্ন ডিভিশনে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়