বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ নেওয়ার মামলায় ২ আসামির জামিন


ইত্তেহাদ নিউজ,ঢাকা : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতির আতোয়ার রহমানের নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সুপ্রিম কোর্টের দুই কর্মচারীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের জামিনের আদেশ দেন। জামিন পাওয়া দুই আসামি হলেন এমএলএসএস আব্দুর রশিদ ও মো. হাফিজ।
আজ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে শাগবাগ থানা-পুলিশ। আসামিদের পক্ষে আইনজীবী মো. আল আমিন জামিন চেয়ে শুনানি করেন। এর আগে গত গত ১০ জুন রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ। রাতেই বিচারপতি আতোয়ার রহমানের নির্দেশে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ৯ জুন বিকেলে ২৭ নম্বর আদালতের বিচারপতি আতোয়ার রহমান ও আলী রেজার বেঞ্চের এমএলএসএস রশিদ ও রেজিস্ট্রার জেনারেলের অফিসের এমএলএসএস হাফিজ একটি মামলার বিবাদীর কাছ থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়