সস্তা গান করা সম্ভব না: আঁখি আলমগীর


ইত্তেহাদ নিউজ ডেস্ক : সংগীত অঙ্গনের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। একসময় নিয়মিত গান প্রকাশ করলেও গত কয়েক বছর ধরে খুবই কম গান করছেন তিনি।
তবে, এ বছর ৩১ মার্চ জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের সঙ্গে ‘কফির পেয়ালা’ শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছিলেন তিনি। এরপর আর কোন নতুন গান করেননি এ গায়িকা।
সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমকে আঁখি বলেন, ‘গান তো প্রকাশ করলে যেকোন সময়েই করা যায়। এরই মাঝে কয়েকটি গান তৈরি করাও হয়েছে। তবে, বেশ কিছু কারণে প্রকাশ করছি না। এখন অস্থির সময় চলছে, শ্রোতারা ট্রেন্ডিং গানে অতিরিক্ত মজে আছে। তারা আগে শান্ত হোক, তারপর না হয় নতুন গান প্রকাশ করবো।‘
তিনি আরও বলেন, ‘আমরা চাইলেও সস্তা কথার গান করতে পারি না। চলতি কথার গান এক ধরনের আর সস্তা কথার গান আরেক ধরনের। আমার আলাদা একটা শ্রোতামহল আছে। তাই তাদের নিরাশ করতে চাই না।‘
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ গায়িকা। সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়