নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত


ইত্তেহাদ নিউজ ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি বিমানবন্দরে উড্ডয়নের সময় ১৯ জন যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া ওই দুর্ঘটনায় উড়োজাহাজটির পাইলট গুরুতর আহত হয়েছেন। তাকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, উড়োজাহাজটির পাইলটের একটি চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে তার চিকিৎসা চলছে। বুধবার সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) সকালে সূর্য এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার মুহূর্তে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ওই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরা ছিল।
ঘটনাস্থলে বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং দমকল ও নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিমালায়ান টাইমস। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল বা এ সংক্রান্ত আর কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়