বরিশালে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মী গ্রেপ্তার


বরিশাল অফিস : বরিশালে গত তিন দিনে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরইমধ্যে তাদের সবাইকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রনয় রায় বুধবার (২৪ জুলাই) জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের চার থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেছেন। এসব মামলায় বুধবার বিকেল পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে বরিশাল জেলা পুলিশের সুপার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, বাকেরগঞ্জ ও বানারীপাড়া থানায় দায়ের করা দুটি নাশকতার মামলায় এ পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ সাত মামলায় ১১২ জন এজাহারভুক্ত এবং তিন হাজারের বেশি লোককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়