মুম্বাইয়ে অ্যাওয়ার্ড জিতলেন শুভশ্রী


ইত্তেহাদ নিউজ ডেস্ক : কলকাতা বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। জানা যায়, তিনি কোনও কাজে মুম্বাইয় যাচ্ছেন। সম্প্রতি অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়াতে জানিয়েছেন, কর্ম সূত্রে নয়, একটি পুরস্কার নিতেই মুম্বাই গিয়েছিলেন। বেগুনি রঙের টপ, আকাশি জিন্স এবং ক্রিম রঙের জ্যাকেট পরে বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। খোলা চুলে এবং সানগ্লাস পরে ধরা দেন অভিনেত্রী। একজন অনুরাগীর অনুরোধে তাঁর সঙ্গে ছবিও তোলেন তিনি।
মুম্বাইতে অনুষ্ঠিত হচ্ছিল নেক্সার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কারে সম্মানিত হন শুভশ্রী । দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অভিনয় করে এই সম্মান জিতে নেন তিনি। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া এই ওয়েব সিরিজটি মুক্তি পায় হইচই প্ল্যাটফর্মে। যুবতী বিধবা হোক বা বয়স্কার ভূমিকা, সব কিছুতেই তাক লাগিয়ে দেন শুভশ্রী।
মুম্বাইতে নেক্সা পুরস্কার জেতার মুহূর্তটি সোশাল মিডিয়াতে শেয়ার করেছেন শুভশ্রী। অনুষ্ঠান তাঁকে পড়তে দেখা যায় লাল শাড়ি। পুরস্কার পেয়ে তিনি ধন্যবাদ জানান লেখক কল্লোল, পরিচালক দেবালয় থেকে শুরু করে ইন্দুবালার পুরো টিমকে। এদিন একুশে জুলাইয়ের কর্মসূচিতে ব্যস্ত থাকায় স্ত্রীয়ের সঙ্গে যেতে পারেননি রাজ। তিনি থেকে গেলেন কলকাতায়।
২০১৯ থেকে রাজ চক্রবর্তীর পরিচালনায় অভিনয়ের দ্বিতীয় ইনিংস শুরু করেন শুভশ্রী। এর পর থেকেই ভিন্ন ধারার ছবিতে অভিনয় করা শুরু করেন শুভশ্রী। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লাহ’ প্রমুখ ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন শুভশ্রী। এই বছর ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে বুদ্ধদেব গুহর কাহিনী অবলম্বনে ‘বাবলি’ চলচ্চিত্র পরিচালনা করছেন রাজ চক্রবর্তী ।
ছবিতে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায় এবং শৌরসেনী মৈত্র । এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী এবং আবির চট্টোপাধ্যায়কে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়