ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ


ইত্তেহাদ নিউজ, নোয়াখালী : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ওয়ার্ডের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওবায়দুল কদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পরিবার নিয়ে থাকেন বাড়িতে। তিনি নানাভাবে বিতর্কিত ও নানা শ্রেণি-পেশার মানুষ তার হাতে নির্যাতিত হওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ছিলো।
গতকাল সোমবার বেলা আড়াইটার পর শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা বসুরহাট বাজারে জড়ো হতে থাকে। সন্ধ্যার দিকে তারা বিশাল মিছিল নিয়ে ওবায়দুল কাদেরের বাড়ির দিকে রওনা হয়। খবর পেয়ে তার ছোট ভাই আবদুল কাদের মির্জা পরিবার নিয়ে পালিয়ে যায়। এ সময় জনতা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়, একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।
এর আগে, বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাংচুর করে আগুন দেয় আন্দোলনকারীরা। এ ছাড়াও কোম্পানীগঞ্জে প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযাগের ঘটনা ঘটায় আন্দোলনকারীরা।
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী জানান, বিক্ষুব্ধ জনতার একটি অংশ ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে আগুন লাগিয়ে দেয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়