বাংলাদেশিরা শেখ হাসিনাকে ভুল প্রমাণিত করেছে


ইত্তেহাদ নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের খবরগুলো বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সরকার পতনের পরও তা অব্যাহত ছিল।
মঙ্গলবার বেশিরভাগ সংবাদমাধ্যম জাতীয় সংসদ বিলুপ্ত ও অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠনের মতো বিষয়গুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কেন এই গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দেশত্যাগের কারণও ব্যাখ্যা করার চেষ্টা করছে সংবাদমাধ্যমগুলো।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভেবেছিলেন ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে তার হাতে, যা কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না। কিন্তু বাংলাদেশিরা তাকে ভুল প্রমাণ করেছেন।
সোমবারের মতো আজও বাংলাদেশ নিয়ে হালনাগাদ তথ্য ও প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ‘শেখ হাসিনার আচমকা দেশত্যাগের পর বাংলাদেশের পার্লামেন্ট বিলুপ্ত’ শিরোনামে এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে, সামরিক বাহিনীর নেতৃত্বে সরকার মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
বিবিসির আরেকটি বিশ্লেষণী প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘শেখ হাসিনা: গণতন্ত্রপন্থী নেত্রী থেকে স্বৈরশাসক’।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, খুব অল্প সময়ের নোটিশে ভারতে আসার আবেদন করেছিলেন শেখ হাসিনা। ভারত সেই অনুমতি দেওয়ার পর সোমবার সন্ধ্যায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ভারতে আসেন। সংবাদমাধ্যমটির আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল ‘শেখ হাসিনার লন্ডন পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা’
রয়টার্সের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল ‘কে এই ড. মুহাম্মদ ইউনূস, যাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চাচ্ছেন বাংলাদেশের বিক্ষোভকারীরা’?
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে লোকসভায় জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি। সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনের শিরোনাম ছিল ‘চিরপ্রতিদ্বন্দ্বীর পতনের পর মুক্তি পেলেন খালেদা জিয়া’। বাংলাদেশের সংকট নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সিএনএনের এক প্রতিবেদনের শিরোনাম ছিল ‘বাংলাদেশে জেন-জির বিপ্লবে একজন বর্ষীয়ান নেত্রী উৎখাত হয়েছেন’। তাতে বলা হয়েছে, প্রধানত ছাত্র-তরুণের নেতৃত্বে দেশটির দীর্ঘদিনের শাসক শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় স্বৈরশাসক হয়ে উঠেছিলেন তিনি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়