নিজাম হাজারীসহ ৩৭১ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা


ইত্তেহাদ নিউজ,ফেনী : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট জাকির হোসেন শাকিল নামে একজনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত শাকিল সোনাগাজী উপজেলার কুঠিরহাট মান্দারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বুধবার (১৪ আগস্ট) নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা করেন। এতে সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, ৪ উপজেলা চেয়ারম্যান, ৫ পৌর মেয়র ও ৩৮ জন ইউপি চেয়ারম্যানসহ ৭১ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে আসামি করা হয়েছে।এদের মধ্যে ভারতে পালিয়ে যাওয়ার সময় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক নিজাম হাজারীর পিএস ও জেলা যুবলীগের সহ-সম্পাদক ফরিদ মানিক ওরফে পিএস মানিককেও আসামি রয়েছে।এর আগে সবুজ হত্যার ঘটনায় নিজাম হাজারীসহ ৬৫ জনের নাম উল্লেখ করে সাড়ে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।ফেনী মডেল থানার ওসি রুহুল আমিন জানান, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। ইতিমধ্যে এই মামলায় পিএস মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট মহিপালে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়