ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের বিদ্যুৎ রফতানি নীতিমালায় সাম্প্রতিক সংশোধন বাংলাদেশের সাথে বিদ্যমান চুক্তিতে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আদানি পাওয়ার। একইসঙ্গে প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনোমিক টাইমস।
বিবিসি বাংলা জানিয়েছে, সম্প্রতি আদানি পাওয়ারের একটি বিদ্যুৎকেন্দ্র যেটি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য নির্মিত হয়েছিল সেটি থেকে ভারতে বিদ্যুৎ বিক্রির সুযোগ রেখে ভারত সরকারের তরফ থেকে রপ্তানি বিধি সংশোধন করা হয়েছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশে আদানির বিদ্যুৎ আমদানি নিয়ে একরকম অনিশ্চয়তা তৈরি হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, এই সংশোধন মূলত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে কোনোভাবে ক্ষতির মুখে পড়লে যেন আদানির সেই কেন্দ্রকে সুরক্ষা দেয়া যায় সেজন্যই তাদের ভারতের ভেতরে সেই কেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রির সুযোগ করে দেওয়া হয়েছে।
ঝাড়খণ্ড রাজ্যে আদানি পাওয়ারের ১৬০০ মেগাওয়াট (এমডব্লিউ) গড্ডা প্ল্যান্টটি একমাত্র প্ল্যান্ট যেটি প্রতিবেশী দেশে ১০০% বিদ্যুৎ রপ্তানির চুক্তির অধীনে রয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত