খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলা


ইত্তেহাদ নিউজ,ঢাকা : সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত ৪ আগস্ট মোহাম্মদপুরে সংঘর্ষের সময় ১৬ বছরের শিশু ওমর ফারুককে গুলি করে হত্যার অভিযোগে করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ আরো ৫৯ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
নিহত ওরম ফারুকের বাবা মিলন ফারাজি বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ মামলাটি করেন।
মঙ্গলবার (২০ আগস্ট) শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশনা দিয়েছেন। সেইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়।
এর আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া রায়ে কারসাজি করে রায় পাল্টে দেয়ার অভিযোগে
ঢাকার সিএমএম কোর্ট ও শাহবাগ থানায় খায়রুল হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলার আবেদন করা হয়। পরে আদালত মামলাটি গ্রহণ করে শুনানি শেষে তা খারিজ করে দেন। এছাড়া শাহবাগ থানার মামলাটি এখনো প্রক্রিয়াধীন আছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়