বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে: কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতী


ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতী বলেছেন, বাংলাদেশের তরুণরা যা করেছে সেটি থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। তার মতে, বাংলাদেশে তরুণরা যেমন পরিস্থিতিতে ছিলেন; কাশ্মিরের তরুণরা একই অবস্থায় আছেন।
বুধবার (২৮ আগস্ট) এক অনুষ্ঠানে মেহবুবা মুফতী বলেন, “বাংলাদেশে যা হয়েছে এবং হচ্ছে, আমি মনে করি আমাদের দেশকে এখান থেকে শিক্ষা নিতে হবে। যখন আপনার জনগণের বড় একটি অংশ তরুণ; আপনি তাদের অগ্রাহ্য করার চেষ্টা করেন, যখন মূল্যস্ফীতি এবং বেকারত্ব তাদের উপর আঘাত হানে তখন এমন পরিস্থিতির উদ্ভব হয়।”
কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে স্বৈরাচাররা বেশিদিন টেকে না। মানুষের ধৈয্য একটা সময় ভেঙে যায়। তখন আপনাকে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে।”
বিশেষ করে জম্মু ও কাশ্মিরের তরুণদের কথা উল্লেখ করে মেহবুবা বলেন, “আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে যেখানে তরুণদের অনেক সমস্যা আছে। বাংলাদেশের তরুণরা যেমন অসহায় বোধ করেছিল এখানকার তরুণরাও একই অবস্থায় আছে। শোষণ, চাপসহ সবকিছু আছে এখানে। এগুলোর পরিবর্তন হতে হবে। আমি আশা করি বাংলাদেশের পরিস্থিতির পুনরাবৃত্তি এখানে হবে না।”
ছাত্র ও জনতার ব্যাপক বিপ্লবের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের ধৈয্যের বাধ ভেঙে গেলে কী হতে পারে সেটি বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলছে অনেক দেশই।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়