বাংলাদেশ বরিশাল

বরিশালে দখল দুষন আর চাঁদাবাজীতে বিএনপি শীর্ষে : চাঁদা না দেওয়ায় হামলা

barisal bnp
print news

বরিশাল অফিসবরিশাল মহানগর বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদারের অনুসারীদের চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাসহ থ্রি-হুইলার চালকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এরমধ্যে আহত ৭ জন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে। সংঘর্ষে গুরুতর আহত সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রূপাতলী এলাকার সাগর (৩০), আরিফ (৩০), কালাম হোসেন (৪২), রাজু (৩৫), কবির হোসেন (৪২) ও আবুল হোসেন (৪০)। কয়েকটি থ্রি-হুইলার ভাংচুর করা হয়েছে। এলাকাজুড়ে এখোনো উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর রূপাতলী বাস টার্মিনালে চাঁদা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রাজীব মোল্লা বলেন, মহানগরের আহবায়ক কমিটির এক নেতার অনুসারীরা বাস টার্মিনালে চাঁদাবাজী করছে। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে তারেক রহমানের নির্দেশে চাঁদাবাজী না করার আহবান জানাই। কিন্তু তারা কোন কথা না শুনে চাঁদাবাজী চালিয়ে যান। সর্বশেষ গতকাল সিএনজি, মাহিন্দ্রা চালকরা আমার কাছে আসলে আমি চাঁদাবাজী যেন না করে সেজন্য শ্রমিকদের সাথে কথা বলতে যাই। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিক ইউনিয়ন দখল করে নেওয়া নাতি কালাম, রাজ্জাকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। রাজীব মোল্লা বলেন, ১২ জনকে মারধর করেছে। এরমধ্যে ৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ৮/১০টি গাড়ি ভাংচুর করেছে হামলাকারীরা। যারা হামলা করেছে তারা আগে আওয়ামী লীগের হয়ে কাজ করতো। এখন বিএনপির এক নেতার অনুসারী হয়ে বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজী করছেন। মাহিন্দ্রা শ্রমিক মনির হোসেন বলেন, নাতি কালাম, রাজ্জাক আমাদেরকে এসে বলতো আগে আওয়ামী লীগকে চাঁদা দিয়েছ, এখন জিয়া সিকদার দায়িত্ব নিয়েছে। তার নেতৃত্বে বাস টার্মিনাল চলবে। তোমরা টাকা না দিলে সংগঠন চলবে কিভাবে?

bnp barisal

থ্রি-হুইলার চালকরা জানিয়েছেন, বিগত সময়ে একটি সিন্ডিকেট থ্রি-হুইলার প্রতি ৫০ থেকে ৭০ টাকা এবং বাস থেকে ৮০ থেকে ১২০ টাকা চাঁদা তুলতো। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থ্রি-হুইলার চালকরা চাঁদা দেওয়া বন্ধ করে দেন। কিন্তু বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের অনুসারী কালাম চৌধুরী, আব্দুর রাজ্জাক বাস টার্মিনালে প্রতিটি বাস থেকে ১০০/১২০ টাকা চাঁদা উত্তোলন শুরু করেন। শুধু বাস টার্মিনাল নয় তারা রূপাতলী গোল চত্বর থেকে বিভিন্ন জেলায় যাত্রী পরিবহন করা সিএনজি প্রতি ১০০ ও মাহিন্দ্রা থেকে ২০০ টাকা করে চাঁদা তুলতে শুরু করে। থ্রি-হুইলার চালক সাগর বলেন, আমরা বিএনপি নেতা রাজীব মোল্লার মার্কেটের সামনে থেকে গাড়ি ছাড়ি। শ্রমিক ইউনিয়ন দখল করে নিজেকে শ্রমিক নেতা বলা কালাম, রাজ্জাক এসে চাঁদা চাইতো। আমরা বিষয়টি রাজীব মোল্লাকে জানালে তিনি চাঁদা না দিতে বলেন। আমরা চাঁদা দিতে অপারগতা দেখাই। এতে ক্ষিপ্ত হয়ে নাতি কালামের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।

হামলায় আহত এক মাহিন্দ্রা শ্রমিক বলেন, আমরা চাঁদা দিবো না এই কথা জানানোর পরই শ্রমিক ইউনিয়নের শতাধিক লোক লাঠিসোটা নিয়ে এসে আমাদের মারধর করে। ওখানকার দোকানদারদেরও মারে। এমনকি আজকে সকালে অনেকের গাড়ির চাবি নিয়ে গেছে। হামলার পরপরই থ্রি-হুইলার চালকরা এক হয়ে সড়কে এবং বাস শ্রমিকরা টার্মিনালে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন। খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উভয় পক্ষকে নিয়ে জিয়া উদ্দিন সিকদারের ব্যক্তিগত অফিসে রাতে বৈঠকও করেছেন। অভিযোগের বিষয়ে শ্রমিক ইউনিয়নের নেতা কালাম চৌধুরী বলেন, শ্রমিকরা যোগ্য নেতৃত্ব চায়। তারা আমাকে শ্রমিক ইউনিয়নের দায়িত্ব দিয়েছেন। এর বিপরীতে কয়েকজন আরেকটি কমিটি গঠনের চেষ্টা চালিয়েছে। সাধারণ শ্রমিকরা গতকাল রাতে তাদের নিষেধ করে এসেছে। তিনি বলেন, বাস টার্মিনাল থেকে বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নামে কোন চাঁদা তোলা হয় না। বাস মালিক সমিতির সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আকতারুজ্জামান দোলন জানিয়েছেন, শ্রমিক ইউনিয়নের নেতা পরিচয় দিয়ে কালাম, রাজ্জাকসহ একটি সিন্ডিকেট চাঁদাবাজী করছে। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হওয়া উচিত।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদার বলেন, ‘ওখানে বাস শ্রমিক ও তিন চাকার যানের শ্রমিকদের মধ্যে গত রাতে একটি ঝামেলা হয়েছে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসেছিলেন। আমাকেও খবর দেওয়া হয়েছিল। আমার কার্যালয়ে দুই পক্ষ বসেছিল। কিন্তু কে কার ওপর হামলা করেছে, তা স্পষ্ট করে কেউ বলতে পারেনি। বিষয়টি নিয়ে বসার কথা আছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকজন শ্রমিক থনায় গিয়েছিল। তখন আমি ঘটনা শুনে ও পর্যবেক্ষণ করে আইনগত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছি।

মহানগর বিএনপির আহবায়ক আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, লোকমুখে ঘটনা শুনেছি। আর যাই হোক বিএনপি দল কোন অপরাধ কর্মকে সমর্থন করবে না। তারপরও কেউ কিছু করলে তা দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে।

                                     বরিশালে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও চাঁদাবাজীর কারনে সুনাম হারাচ্ছে বিএনপি

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আ.লীগের পতনের পর বরিশাল মহানগরের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও রুপাতলী বাস টার্মিনাল দখলে নিয়েছেন বিএনপির শীর্ষ নেতাকর্মীরা। এছাড়া তারা বাজার দখল, ডায়াগনস্টিক সেন্টার, আবাসিক হোটেল দখল করে যাচ্ছে। জানা গেছে, দখল হওয়া অধিকাংশ স্থাপনা-প্রতিষ্ঠান এতদিন আওয়ামী লীগের অনুসারীরা নিয়ন্ত্রণ করতো। এখন আ. লীগের দখলদারিত্ব উচ্ছেদ করে বিএনপি দখলদারিত্ব চলছে। আবার কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে পদক্ষেপও নিতে দেখা গেছে।

সূত্র জানায়, কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস বাস টার্মিনালে বাস মালিক গ্রুপের কমিটি পুর্নগঠন করা হয়েছে। কমিটির সভাপতি যুবলীগ নেতা ওয়াসীম দেওয়ান এবং কিশোর কুমার দে-কে সরিয়ে সেখানে নতুন দুজন বিএনপিকর্মীকে দায়িত্ব দেয়া হয়েছে। যদিও এ বিষয়ে কেউ কোন কথা বলতে রাজি হননি। তবে এটি বিএনপির দখলে চলে গেছে। ব্যবসায়ীরা তাদের পজিশন স্থান ঠিক রাখতে মুখ খুলে কেউ কিছুই বলছেন না। নাম প্রকাশ না করার শর্তে দুই জনে বলেন, বাসস্ট্যান্ড ও বাজারগুলোতে চাঁদা দিতেই হবে। শুধু সরকার পরিবর্তনের সাথে সাথে চাঁদা উত্তোলনের লোক ঘুরে যায়। কয়েক বাস শ্রমিক জানিয়েছেন, এ স্ট্যান্ড থেকে দিনে কয়েক লাখ টাকা চাঁদা উত্তোলন করা হত। এখনও হয় কিন্ত তা প্রকাশ্যে আসেনি। অপরদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি আবাসিক হোটেল, চারটি ডায়াগনস্টিক সেন্টার দখলে নিয়েছে ওয়ার্ড বিএনপির নেতা।

রূপাতলী বাস টার্মিনালের তিন বছর মেয়াদী কমিটি বাদ দিয়ে নিজেই কমিটি গঠন করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। ২৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক নুরুজ্জামান দোলন বলেন, মহানগরের সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার একটি কমিটি গঠন করেছেন। তার নির্দেশনা অনুসারেই রূপাতলী বাস টার্মিনাল পরিচালিত হচ্ছে। আমি বাস মালিক হলেও বিগত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে টার্মিনালে আসতে পারিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে টার্মিনালে এসেছি। এখন এখানে সকলে বিএনপির নেতাকর্মী। আমাদের আসতে কেউ বাধা দেয় না। তিনি বলেন, সরকার পরিবর্তন হয়েছে। নতুন কমিটি গঠনের কথা শুনেছি। কিন্তু একদিনও বাস টার্মিনালে বাস থেকে চাঁদা তোলা বন্ধ হচ্ছে না। নাতি কালাম নামে একজনের নেতৃত্বে প্রতিটি গাড়ি থেকে চাঁদা তোলা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, আবুল কালাম ওরফে নাতি কালাম বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নামে দখলে নিয়েছেন। কয়েক শ্রমিক জানিয়েছেন, রূপাতলী বাস মালিক সমিতির ১০১টি বাস থেকে দিনে ২০ থেকে ২২ হাজার চাঁদা উত্তোলিত হয়।

রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, আমাদের কমিটির বয়স হয়েছে মাত্র ছয় মাস। কমিটির মেয়াদ তিন বছর হলেও বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার নতুন একটি কমিটি করেছেন। ৫ আগস্টই বাস টার্মিনাল বিএনপির লোকজন দখল করে নিয়ে গেছে। আমরা বাস টার্মিনালে উঠতে পারি না।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বাস মালিক সমিতি হচ্ছে একটি ব্যবসায়িক সমিতি। ব্যবসা পরিচালনার জন্য এর কাঠামোগত প্রক্রিয়া সবসময়ে সচল রাকতে হয়। কিন্তু আগের কমিটির লোকজন আওয়ামী লীগ সরকার পতনের পর কেউ আসছিল না। মালিকরা অনেকভাবে যোগাযোগ করেছে। তারা বলেছেন, তারা আসতে পারবেন না। এজন্য সাধারণ সভা করে আমাকে কনভেনর করেছে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে।

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সরকারি পুকুর ভরাট করে দখলে নেয়ায় তার সকল পদ স্থগিত করেছে বিএনপি। ১১ আগস্ট দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত নোটিশে তার পদ স্থগিত করা হয়। এরপরও থেমে নেই বিলকিস জাহান শিরিন। অনুসারীদের নিয়ে বিভিন্ন ব্যক্তিকে এলাকা ছাড়া করার হুমকি, জমি দখলের অভিযোগ উঠেছে।

সুশাসনের জন্য নাগরিকে (সুজন) বরিশালের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, সরকার পরিবর্তন হলেও চরিত্রগত পরিবর্তন কিন্তু হয়নি। একপক্ষ চলে গেছে আরেক পক্ষ এসে সবকিছু দখল করছে। কেউ কাউকে জবরদস্তিমূলক পদত্যাগে বাধ্য করছেন। এভাবে চললে খুব আশাবাদী হওয়ার সুযোগ নেই। এখন যে মামলাগুলো দেওয়া হচ্ছে সেগুলোও যেন আগের সাথে মিলে যাচ্ছে। সঠিক আইনের প্রয়োগ, বিচার ব্যবস্থা স্বাধীন না করলে আমরা এগাতে পারবো না। তিনি বলেন, সরকার আইনের প্রয়োগ সঠিকভাবে করতে না পারায় বিভিন্ন স্থানে দখলদারিত্ব, চাঁদাবাজী চলছেই।

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *