ইত্তেহাদ নিউজ ডেস্ক : বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে; বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, সেখানে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, স্বাভাবিকভাবেই ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে। খবর ইউএনবির।
শুক্রবার দিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস : রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বই প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এস জয়শঙ্কর আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।’ সঙ্গে তিনি বলেন যে, এটাও স্বীকার করতে হবে, সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। ‘এবং স্পষ্টতই এখানে আমাদের পারস্পরিক স্বার্থ দেখতে হবে’ বলেন, জয়শঙ্কর।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে ছোট বোন শেখ রেহানাসহ তারা ভারতেই অবস্থান করছেন।
এর আগে গত ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোনালাপ হয়। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত