ইত্তেহাদ নিউজ,ময়মনসিংহ: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, নিজের ছোট স্বার্থে যারা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে, তাদেরকে কঠোর সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। কারণ, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।রোববার (০১ সেপ্টেম্বর) ময়মনসিংহে যুবদলের বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৫ বছর অবিরাম সংগ্রামের পরে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। গত ১৫ বছরের সংগ্রাম ছিল এ দেশের মানুষকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার সংগ্রাম।তিনি আরও বলেন, যুবদলের কর্মী যারা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল- তাদেরকে আমরা সাংগঠনিক শাস্তি দিয়েছি। আবারও হুঁশিয়ার করে বলি, ভবিষ্যতেও যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে- তাদেরকেও কঠোর সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। গত ১৫ বছরের আত্মত্যাগ আমরা সফল করব না কি ব্যক্তিগত ছোট ছোট স্বার্থে সেই আত্মত্যাগকে ধুলিস্যাৎ করব? প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। কেউ যেন উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে। যুবদলের মধ্যে কেউ যদি এটা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
যুবদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন, তারপরে নির্বাচন দেবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। এই নির্বাচন নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করবে। তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। এ সময় ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত