শৃঙ্খলা ভাঙার দায়ে বিএনপির চার নেতা বহিষ্কার


ইত্তেহাদ নিউজ,নোয়াখালী : দলীয় শৃঙ্খলা ভঙ্গে লিপ্ত থাকার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার ও সদস্য সচিব মাহমুদুর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক এম এ, সদস্য মো. ইসমাইল, মো.সাহাব উদ্দিন ও চরএলাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনিসুল হক, মো. ইসমাইল, মো. সাহাব উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এবং মোস্তাফিজুর রহমানকে ইউনিয়ন সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার নিশ্চিত করেছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়