নির্বাচনি ব্যবস্থার সার্বিক বিষয়ে সংস্কারে আমরা কাজ করছি: ড. বদিউল আলম মজুমদার


ইত্তেহাদ নিউজ,ঢাকা :অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা দেশের নির্বাচনি ব্যবস্থা সংস্কারের সুপারিশ করব, কিন্তু বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়। নির্বাচনি ব্যবস্থার সার্বিক বিষয়ে সংস্কারে আমরা কাজ করছি।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কমিশন সংস্কারের কাজ তো বেঁধে দেওয়া সময়ের মধ্যে করতে হবে। নির্বাচনি ব্যবস্থার সব দিক পর্যালোচনা করে তার ভিত্তিতে আমরা সংস্কার প্রস্তাব দেব। তবে এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়।
তিনি আরও বলেন, ৯০ দিন আমাদের সময় দেওয়া হয়েছে। পহেলা অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এ সময়ের মধ্যে সংস্কার সম্ভব হবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংস্কারের কার্যক্রম নির্ধারণ হবে। সংলাপের মাধ্যমে একটা রোডম্যাপ তৈরি হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।