ইত্তেহাদ নিউজ,ঢাকা : জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাওলানা মাসুদ সাঈদী।শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সিরাত মাহফিলে এমন অভিযোগ করেন তিনি।
এসময় মাসুদ সাঈদী বলেন, আজকে আমার বাবার এই মাহফিলে আসার কথা ছিল। তিনি এ মাহফিলে উপস্থিত থেকে মানুষকে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু শেখ হাসিনার সরকার আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আজকে এ সিরাত মাহফিল থেকে দাবি তুলছি- শেখ হাসিনাকে ভারত থেকে এনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হোক।তিনি আরও বলেন, এই সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল। এ দেশের উলামাদের নিষিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কী পরিকল্পনা, এ দেশের জনগণ থেকে হাসিনা সরকার নিষিদ্ধ হয়ে গেছে।তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আজকে ১৫ বছর উচ্চস্বরে একটি স্লোগান দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তাই আজ সবাইকে নিয়ে সেই স্লোগান দিচ্ছি লিল্লাহি তাকবির আল্লাহু আকবার, লিল্লাহি তাকবির আল্লাহু আকবার, লিল্লাহি তাকবির আল্লাহু আকবার। জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে সিরাত মাহফিলে উপস্থিত হয়েছেন ওলামা মাশায়েখ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত