ইত্তেহাদ নিউজ,কুমিল্লা : জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দেশের অর্থ বিদেশে পাচারকারী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এ দলকে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদী রাজনীতিও এদেশে নিষিদ্ধ করতে হবে যাতে এ দেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কারণ মুজিববাদ ও ফ্যাসিবাদ একই সূত্রে গাঁথা।
তিনি রোববার কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ স্কুলে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আমির মো. দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহম্মদ, জেলা উত্তর আমির অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দাউদকান্দি উপজেলা আমির মনিরুজ্জামান বাহলুল।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত